বলিউতের 'মোস্ট এলিজিবল' ব্যাচেলর সালমান এই প্রথম মুখ খুললেন তার জীবনের প্রথম ক্রাশ নিয়ে।তার বয়স যখন মাত্র ১৬ তখনই প্রথম প্রেমে পড়েছিলেন। বর্তমানে ৫১ বছর বয়সী সুপারস্টার সালমান।স্মৃতিচারণা করতে গিয়ে বলেন, আমি তখন মাত্র ১৬।আমি ভীষণ পছন্দ করতাম ওকে।কিন্তু কোনো দিনই সাহস করে নিজের মনের কথা বলতে পারিনি।আমি ভয় পেতাম, যদি আমাকে প্রত্যাখ্যান করে।আমার দুই বন্ধুর সঙ্গে ও ডেট করেছে।ও আমার ভাল বন্ধু হলেও কখনো আমাকে তেমন চোখে দেখেনি।অন্যরাও যখন ওকে ডেট করত আমার মন খারাপ হতো,আমার হৃদয় বার বার ভাঙত।ও কোনো দিন জানতেই পারল না আমার মনের কথা।ও নিশ্চয়ই এটা অনুভব করছে যে,আমি ওকে ভালবাসি,তবে ও আমাকে কখনই ভালোবাসেনি।নাম না প্রকাশ করেই নিজের প্রথম ক্রাশ নিয়ে বলতে গিয়ে সালমান এও বলেন,ও যে খুব সুন্দরী ছিল তা নয়।তবে এর মধ্যে একটা অদ্ভুত সৌন্দর্য ছিল।ওর বাড়িতে একটা কুকুরও ছিল,যাকে ও কখনই সামলাতে পারত না।আমি কুকুরটির ওপর হাত তোলা মাত্রই ও আমার ওপর চিৎকার করেছিল।সেদিনই আমি অনুভব করেছিলাম,এটাই শেষ। এরপর আমি অনেক দিন পর্যন্ত বিমর্ষ ছিলাম।তবে আজকে আমি ঈশ্বরকে ধন্যবাদ জানাই।আমি আর কোনো দিন ওকো দেখিনি।আশা করি ও ভালো আছে।
সবার জীবনেই প্রেম আসে,কিন্তু প্রথম প্রেমে কেউ জয়ী হন,কেউ হেরে যান।
ধন্যবাদ সবাইকে।
Subscribe my channel :
http://youtube.com/channel/UCUFf41GU0_eRKZo_qcXCoiA/subscriber
সবার জীবনেই প্রেম আসে,কিন্তু প্রথম প্রেমে কেউ জয়ী হন,কেউ হেরে যান।
ধন্যবাদ সবাইকে।
Subscribe my channel :
http://youtube.com/channel/UCUFf41GU0_eRKZo_qcXCoiA/subscriber


Comments
Post a Comment