ভারত জুড়ে "বাহুবলী-টু"ঝড়
ভারত জুড়ে এখন চলছে "বাহুবলী-টু"উন্মাদনা।মুক্তির তিন দিনের মধ্যে অগ্রিম টিকিট বিক্রি,সবচেয়ে বেশি সিনেমা হলে মুক্তি,সব দিক থেকেই ভারতে আগেকার সব রেকর্ড ভেঙে দিয়েছে ছবিটি।
মুক্তির পর শুধু প্রথম দিনই ছবিটি সারা বিশ্বে ২১৩ কোটি রুপির ব্যবসা করেছে।মাত্র তিন দিনেই ঘরে তুলেছে ৫৪০ কোটি রুপি।বিশ্লেষকরা বলছেন, প্রথম সসপ্তাহের মধ্যেই এই ছবি হাজার কোটি রুপিরও বেশী ব্যবসা করবে।
বাহুবলী-টু আসলে তেলুগু ছবি হলেও হিন্দি,তামিল ও মালয়লামে ডাব করে ভারত জুড়ে মুক্তি পেয়েছে।
তেলুগু ছবির দাপটে বলিউড এতোটা হতচকিত যে গত শুক্রবার,বাহুবলী-টু মুক্তির দিনে নজিরবিহীনভাবে মুম্বাইয়ের কোনও হিন্দি ছবি ভারতে মুক্তি পায়নি।
ধন্যবাদ সবাইকে
Please subscribe/Like me



Comments
Post a Comment