Skip to main content

Posts

Showing posts from June, 2017

তিন খানের চমক বলিউডে।

সেই পুরানো কথা-বলিউড মানেই তিন খানের রাজত্ব।এখনো কিন্তু চলছে।আমির খান,সালমান খান,শাহরুখ খান। দীর্ঘদিন ধরে তারা দাপিয়ে বেড়াচ্ছেন বলিউডপাড়া।এ ধারাবাহিকতা আগামী দিনগুলোতেও চলবে।চলতি বছর সালমানের  "টিউবলাইট"আমিরের "সিক্রেট সুপারস্টার"ও শাহরুখের "জাব হ্যারি মেট সেজল" মতো বিগ বাজেটের  ছবিগুলো মুক্তির প্রতীক্ষায় থাকায় এমনই ইঙ্গিত মিলছে।প্রতি বছরই তীর্থের কাকের মতো এ তিন খানের ছবির অপেক্ষায় থাকেন বিশ্বের তাবৎ দর্শক।আমির খানের "দঙ্গল"ভেঙে দিয়েছে বলিউডের সব রেকর্ড।এটি ২০০০ কোটি রুপির ঘরে চলে গেছে।২০১৬ সালে সালমানের "বজরঙ্গি ভাইজান" ভারতীয় বক্স অফিসে ছিল তুঙ্গে।চলতি বছরের ১৪ অগস্ট মুক্তি পাচ্ছে মি.পারফেকশনিস্ট আনির খানের "সিক্রেট সুপারস্টার"।অন্যদিকে তার "থাগস অব হিন্দুস্তান"একটি মেগা ব্লকবাস্টার ছবি।এ ছবিতে আমির ছাড়াও রয়েছে অমিতাভ বচ্চন,দীপিকা পাড়ুকোন।২০১৭ সালের দীপাবলিতে মুক্তি পাওয়ার কথা ছবিটির।আমির খানের অন্য ধারায় ছবিগুলোর মধ্যে অন্যতম একটি হলো "সারফারোশ"।ছবিটি ১৯৯৯ সালে মুক্তি পেয়েছিল।তারই ধারাবাহিকতা

চীনা অভিনেত্রীরর হিন্দি শিক্ষক সালমান খান।

শিগগিরই মুক্তি পাবে কবির খান পরিচালিত "টিউবলাইট"। বর্তমান ছবিটির প্রচারণার কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন সুপারস্টার সালমান খান।এতে তার সহশিল্পি হিসাবে রয়েছেন চীনা অভিনেত্রী ঝু ঝু।স্বাভাবিকভাবেই হিন্দিতে পারদর্শী নন এ অভিনেত্রী, সে কারনেই তার হিন্দি শিক্ষকের দায়িত্ব নিয়েছেন সালমান।সম্প্রতি ভারতীয় গণমাধ্যমগুলোর প্রকাশিত প্রতিবেদনে জানা যায়,হিন্দি ভাষা শিখতে বেশ পরিশ্রম করতে হয়েছে তাকে।তবু সঠিকভাবে হিন্দি শিখতে বেশ সময় নিচ্ছিলেন তিনি এদিকে নির্মাতা কবির খানও সবকিছু নিঁখুত চান।শেষ পর্যন্ত ঝু ঝু সাহায্যে এগিয়ে আসেন সালমান খান।তিনি এ অভিনেত্রীকে হিন্দি শেখানোর দায়িত্ব নেন। এখানেই শেষ নয়,ছবির দৃশ্য ধারণের সময় প্রত্যেক দৃশ্যের আগে ঝু ঝুর সংলাপ নিয়ে আলোচনা করতেন সালমান।প্রত্যেক লাইনের অর্থ বুঝিয়ে দিতেন বলিউডের এ সুপারস্টার। এমনকি লাইনগুলো সহজে কীভাবে মনে রাখা যায়,সেই পদ্ধতিগুলোও শিখিয়ে দিতেন তিনি।১৯৬২ সালের ইন্দো-চীন যুদ্ধের প্রেক্ষাপট নিয়ে তৈরী হয়েছে "টিউবলাইট"।এতে সালমান, ঝু ঝু ছাড়াও অভিনয় করেছেন সোহেল খান।অতিথি চরিত্রে হিসাবে দেখা যাবে শাহরুখ খানকে।ঈদুল ফিতরে মুক

সালমান খানের প্রথম "ক্রাশ" বা প্রথম ভাল লেগেছিল ১৬ তে যাকে!

বলিউতের 'মোস্ট এলিজিবল' ব্যাচেলর সালমান এই প্রথম মুখ খুললেন তার জীবনের প্রথম ক্রাশ নিয়ে।তার বয়স যখন মাত্র ১৬ তখনই প্রথম প্রেমে পড়েছিলেন। বর্তমানে ৫১ বছর বয়সী সুপারস্টার সালমান।স্মৃতিচারণা করতে গিয়ে বলেন, আমি তখন মাত্র ১৬।আমি ভীষণ পছন্দ করতাম ওকে।কিন্তু কোনো দিনই সাহস করে নিজের মনের কথা বলতে পারিনি।আমি ভয় পেতাম, যদি আমাকে প্রত্যাখ্যান করে।আমার দুই বন্ধুর সঙ্গে ও ডেট করেছে।ও আমার ভাল বন্ধু হলেও কখনো আমাকে তেমন চোখে দেখেনি।অন্যরাও যখন ওকে ডেট করত আমার মন খারাপ হতো,আমার হৃদয় বার বার ভাঙত।ও কোনো দিন জানতেই পারল না আমার মনের কথা।ও নিশ্চয়ই এটা অনুভব করছে যে,আমি ওকে ভালবাসি,তবে ও আমাকে কখনই ভালোবাসেনি।নাম না প্রকাশ করেই নিজের   প্রথম ক্রাশ নিয়ে বলতে গিয়ে সালমান এও বলেন,ও যে খুব সুন্দরী ছিল তা নয়।তবে এর মধ্যে একটা অদ্ভুত সৌন্দর্য ছিল।ওর বাড়িতে একটা কুকুরও ছিল,যাকে ও কখনই সামলাতে পারত না।আমি কুকুরটির ওপর হাত তোলা মাত্রই ও আমার ওপর চিৎকার করেছিল।সেদিনই আমি অনুভব করেছিলাম,এটাই শেষ। এরপর আমি অনেক দিন পর্যন্ত বিমর্ষ ছিলাম।তবে আজকে আমি ঈশ্বরকে ধন্যবাদ জানাই।আমি আর কোনো দিন ওকো দেখিনি।আশা

জিৎতের এই ঈদের ছবি "বস ২" আবারও বির্তকে।

জিৎ এর ছবি "বস ২" আবারও বিতর্কে: আগামী ঈদুল ফিতরে দেশজুড়ে যৌথ প্রযোজনার ছবি বস ২ মুক্তি পাওয়ার কথা রয়েছে।কিন্তু সেন্সর ছাড়পত্র পাওয়ার আগেই ছবির ভবিষ্যৎ নিয়ে দেখা দিয়েছে শঙ্কা। ছবির একটা গান নিয়ে জটিলতা কাটতে না কাটতেই সেন্সর বোর্ডের প্রাথমিক প্রিভিউ কমিটির বিবেচনায়। কিছু অনিয়ম ধরা পড়েছে।তাঁরা জানিয়েছেন, অভিনয়শিল্পী নির্বাচনের বেলায় যৌথ প্রযোজনার নীতিমালা মানা হয়নি ছবিতে।গত মঙ্গলবার ছবিটির প্রিভিউ করার পর এ তথ্য প্রথম আলোকে (পত্রিকা)জানান। কমিটির  প্রধান বিএফডিসির (বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন সংস্থা)ব্যবস্থাপনা পরিচালক তপন কুমার ঘোষ।বাংলাদেশের যৌথ প্রযোজনার নীতিমালায় আছে, ছবি নির্মাণে সবকিছুতেই দুদেশের অর্ধেক অর্ধেক অংশগ্রহণ থাকতে হবে।কিন্তু "বস ২" ছবিতে অন্য সব ক্ষেত্রে দুদেশের সমান অংশগ্রহণ থাকলেও অভিনয়শিল্পী নির্বাচনের বেলায় নীতিমালা মানা হয়নি।তপন কুমার ঘোষ বলেন,"বস২" ছবিতে বাংলাদেশ থেকে নুসরাত ফারিয়া,অমিত হাসান,ছাড়া তেমন কেউ নেই।বেশীর ভাগ শিল্পীই ভারতের।আমার কাছে মনে হয়েছে,অভিনয়শিল্পীদের বেলায় এখানে যৌথ প্রযোজনার নীতিমালা মানা হয়নি।এখন এর সমাধান

শ্রদ্ধা কাপুর।

শ্রদ্ধা কাপুর : শ্রদ্ধা নিজের পেশার প্রতি শ্রদ্ধা সত্যি অবাক করার মতো।এই বলিউড সুন্দরী এখন নিয়মিত ব্যাডমিন্টন কোর্টে ঘাম ঝরাচ্ছেন। না,ফিটনেসের জন্য নয়,নিজের আগামী ছবির জন্য।অলিম্পিক পদকজয়ী প্রখ্যাখ ব্যাডমিন্টন তারকা সাইনা নেহওয়ালের জীবনীভিত্তিক ছবিতে অভিনয় করতে চলেছেন শ্রদ্ধা। তাই পর্দায় নিজেকে সাইনা হিসাবে প্রতিষ্ঠিত করতে এখন উঠেপড়ে লেগেছেন তিনি।শুধু যে ব্যাডমিন্টন শিখছেন তা নয়, হাফ গার্লফ্রন্ড অভিনেত্রী এখন সাইনার সঙ্গেও সময় কাটাচ্ছেন।সাইনার আদাবকায়দা,হাঁটাচলা,চিন্তাভাবনা- সবকিছু আত্মস্থ করার চেষ্টা করছেন।শোনাযাচ্ছে,ক্রীড়া ব্যক্তিত্বের ওপর নির্মিতব্য এই বায়োপিককে ঘিরে রীতিমতো স্নায়ুর চাপে ভুগছেন শ্রদ্ধা। পরিচালক আমল গুপ্তেও সাইনার বায়োপিকটিকে ঘিরে রীতিমতো চিন্তামগ্ন। কাজে যাতে কোনো ফাঁকফোকর না থাকে সে জন্য  প্রতিনিয়ত সাইনাকে নিয়ে গবেষণা চালিয়ে যাচ্ছেন।পরিচালক সাইনার হায়দারাবাদের বাড়িতে গিয়ে তাঁর পরিবার, বন্ধুবান্ধব,আত্মীয়পরিজনের সঙ্গে সাক্ষাৎও করেছেন।ব্যাডমিন্টন কোর্টে সাইনার পারফরম্যান্সের সব ভিডিও জোগার করে একেবারে এলাহি কান্ড ঘটিয়ে ফেলছেন।এখনো নাম ঠিক না হওয়া সাইনার জীবনী

এক সঙ্গে শাহরুখ ক্যাটরিনা ও আনুশকা।

"জাব তাক হ্যায় জান" আবারও বড় পর্দায় একসঙ্গে দেখা যাবে বলিউড বাদশা শাহরুখ খান,ক্যাটরিনা কাইফ ও আনুশকা শর্মাকে।"জাব তাক হ্যায় জান" ছবিতে এই তিন তারকার সফলতার পর তাদের নিয়ে সিনেমা তৈরীর ঘোষণা দিয়েছেন পরিচালক আনন্দ এল রায়।রেড় চিলি এন্টারটেইনমেন্ট প্রযোজিত নাম চূড়ান্ত না হওয়া ছবিতে শাহরুখকে একজন বামনের চরিত্রে দেখা যাবে।এক সূত্রে জানায়,ইমতিয়াজ আলির পরর্বতী ছবিতে একসঙ্গে কাজ করছেন শাহরুখ ও আনুশকা।সেখানেই নতুন ছবিটি নিয়ে আলাপ হয় তাদের।এরপর আনন্দ লাল রায়ও আনুশকার নাম নিশ্চিত করেন।তিনি বলেন,আমি খুবই রোমাঞ্চিত যে,শাহরুখ ও ক্যাটরিনার সঙ্গে আমার ছবিতে আনুশকাও যোগ দিয়েছে।এই প্রথম তাকে নিয়ে কাজ করব।তিনি চরিত্রকে খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলতে পারেন।তিনি নিজেও বেশ রোমাঞ্চিত।তাকে পেয়ে আমাদের ছবির চরিত্রায়ণ পূর্ণ হলো।এদিকে সম্প্রতি মুম্বাই ফিল্ম সিটিতে আনন্দ এল রায়ের এই ছবির শুটিং চলাকালে ঘটেছে এক মারাত্মক দূঘটনা।বলিউড বাদশাও তখন সেটে উপস্থিত ছিলেন।কিন্তু ভাগ্য ভালো বলে তিনি সেই মুহূর্তে দূর্ঘনাস্থলের ঠিক বিপরীত পাশে বসে ছিলেন।ভারতের মুম্বাই মিরর পত্রিকাকে একজন প্রত্যক্ষদশী জানা